পর্ব ০১ - নীরব শুরু: এক বন্ধুত্ব, এক ফোনকল

আমি যখন একা থাকি বা গভীর রাতে ঘুম না আসে তখন বেশি অনুভব করি জীবন টা এমন হওয়ার কথা ছিল না। অন্য রকম হতে পারতো,,,,,,

আমার নাম ববিতা,,,, ৫ বছর আগের কথা,
আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করি বেশ নাম করা স্কুল। বেতন কম হলে-ও প্রাইভেট পড়িয়ে যা পায় তা দিয়ে মুটামুটি চলে যায়।
আমার খুব কাছের বান্ধবী রুপা আমরা একই স্কুলে চাকরি করি সারাদিন একসাথে ক্লাস নিয়ে যখন সময় পায় গল্প করা নাস্তা খাওয়া।

একদিন রুপা আমার বললো একটা ছেলের সাথে কথা বলি। ভালোবাসি কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি। আমি খুব উৎসুক হয়ে বললাম আমার কথা বলিয়ে দিবি কখন! রুপার প্রেম টা রং নাম্বারে হয়েছে। ওর বাটন ফোন তাই কেউ কাউকে দেখেনি। টিফিন টাইম আমি রুপা কে বললাম কি রে তোর বয়ফ্রেন্ডর সাথে কথা বলিয়ে দিবি কখন? সাথে সাথে রুপার মুখ কালো হয়ে গেল। আমি হাসতে হাসতে বললাম তোর বর আমার বয়ফ্রেন্ড,, ,, আমরা তিনজন মিলেমিশে থাকবো। রুপা খুব কষ্ট করে হাসলো। তারপর ফোন দিয়ে সালাম দিল বললো আমার বান্ধবী তোমার সাথে কথা বলবে তুমি ফ্রি আছো? রুপা, আমি তোমার জন্য সবসময় ফ্রি। বলো, এই নেও কথা বলো হ্যালো,,,
আসসালামু আলাইকুম আমি হাসনাত
আমি ফোন হাতে নিলাম আমার বুকের ভিতর কেমন যে হচ্ছে কাউকে বুঝাতে পারবো না সে আবার লম্বা করে সালাম দিল

অলাইকুম সালাম আমি ববিতা
আমি হাসনাত আপনি হাসান বলে ডাকতে পারেন, কেমন আছেন?
আমি ভালো আছি,আপনি?
ববিতা একদম চুপ হাসনাত সাহেবর কন্ঠ শুনে মনে হচ্ছে অনেক দিনের চেনা,,,,
হাসনাত সাহেব অনেক কিছু বললো । ববিতা একদম স্বাভাবিক। রুপা কে কেউ ডাক দিল ম্যাডাম এদিকে একটু আসেন, রুপা চলে যায়।
হাসনাত আর ববিতার কথা যেনো শেষ হচ্ছে না । কথার মাঝে হাসনাত সাহেব বলে ববিতা তোমার ফেসবুক আইডি টা আমার দেওয়া যায় কি?
আমি কিছু না ভেবে বলে দিলাম সে সাথে সাথে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। রুপা এসে গেছে কথা বলেন হাসনাত সাহেব বললো বান্ধবী ম্যাসেঞ্জারে কথা হবে,, রুপা আর হাসনাত কথা বলছে আমি হাসনাত সাহেবর আইডি তে যেয়ে দেখি খুব স্মার্ট রুচিশীল একটা মানুষ।

রুপার আগে আমি ওর ভালোবাসার মানুষ টা দেখে নিলাম,,, রুপা পাস থেকে বললো কি দেখলি এতো মনোযোগ দিয়ে? আমি বললাম কিছু না চল ঘন্টা দিয়েছে ক্লাসে যায়,,,
আমি ঠিক মত ক্লাস নিতে পারছি না কারণ হাসনাত সাহেবের আইডি তে অনেক কিছু দেখার বাকী!

আমি বাসায় ফিরে হাসনাতের সব কিছু ভালো করে দেখলাম মানুষ টা খুব পরিপাটি।

রাত১১টা হাসনাত আমার নক করলো, ববিতা ফ্রি আছো?
আমি কোনো উত্তর দিলাম না। সে আবার নক করলো
ববিতা তুমি আমার বন্ধু হবে,,,

আমি এবার সত্যি সত্যি অবাক হলাম আমার খুব কাছের বান্ধবীর প্রিয় মানুষ আমাকে এভাবে বলছে কেনো!
হাসনাত ববিতা তুমি অন্য কিছু মনে করো না। আমি রুপার সম্পর্কে সব কিছু জানতে চায়। সে জন্য তোমার নক করেছি। এ ভাবে শুরু আমাদের কথা বলা কখন যে আপনি থেকে তুমি তে এসেছি মনে নেই

রুপার কথা দিয়ে শুরু হয় শেষ হতেই চাই না। এভাবে দিনের পর দিন বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় সময় অসময়,,,, আমি কিছু দিন যাবত বুঝতে পারছি হাসানের সাথে কথা না বললে আমার ভালো লাগে না,,,,,

চলবে,,,,,